Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

গ্রাম্য শালিশ নামা



বাদী বিবাদী

মো: হযরত আলী ১। মো: জুয়েল

পিতাঃ মো: হবিবর রহমান পিতাঃ মো: আব্দুল

গ্রামঃ ফকিরপাড়া ২। মো: আ: কাদের,

উপজেলাঃ ধুনট, পিতা: ইদ্রিস আলী,

জেলাঃ বগুড়া। উপজেলাঃ ধুনট

 জেলাঃ বগুড়া।



অদ্য ০৫/১১/২০২২ ইং তারিখে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে বাদী কর্তৃক বিবাদীগণের বিরম্নদ্ধে গত ২৭/১৪০/২০২২ ইং তারিখে ধুনট থানায় দায়েরকৃত অভিযোগের প্রেতে স্থানীয়ভাবে উভয়ের মধ্যে বিরোধটি আপোষ মীমাংসার জন্য এক সালিসী বৈঠক ডাকা হয় । বৈঠকে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান ইউ,পি সদস্য ও গন্য মান্য ব্যক্তি বর্গের সু-পরামর্শে নিম্মলিখিত শর্তসাপক্স আপোষ মীমাংসা করা হয়।


আপোষে শর্তসমূহ

১। বিবাদীগণ বাদীর বোনকে ভবিষ্যতে কোন প্রকার উক্ত্যক্ত করিবে না বলিয়া অংগিকার করিলে আইনামূলে আসিতে বাধ্য থাকিবে এবং বাদীকে মারধর করিবার জন্য ÿমা প্রার্থনা করেন।

২। বাদী বিবাদীগনের বিরম্নধে শিবগঞ্জ থানায় যে অভিযোগ দায়ের করিয়াছে বাদী নিজ দায়িত্বে অভিযোগটি উত্তোলন করিয়া লইবে বলিয়া অংঙ্গিকার করিলেন।

৩। বাদী ও বিবাদীগণ উভায়ই আপোষের শর্তসমূহ মানিয়া লইলেন।