Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
২০১৬-২০১৭ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি আর) প্রথম পর্যায় সাধারণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থের প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসংগে।
বিস্তারিত

২নং আলোচ্য বিষয়টি আলোচনা কালে সভাপতি সাহেব জানান যে, ২০১৬-২০১৭ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি আর) ১ম পর্যায় সাধারণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থের প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি দাখিলের জন্য উপজেলা পরিষদ হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে অদ্য সভায় আলোচনা পূর্বক প্রকল্প নির্বাচন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা প্রয়োজন। তিনি আরো জানান যে, অত্র ইউনিয়নের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২,৫৯,০০৩/০৮/- টাকা যাহার ৫০% অর্থ সোলার প্যানেল ও বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করতে হবে এবং অবশিষ্ট অর্থ অন্যান্য প্রকল্পে ব্য করা যাবে এবং এ সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদ কার্যালয় ধুনট,বগুড়া এর স্মারক নং ৫১.০১.১০২৭.০০০.৪২.০০৫.১৬-১৫(১০) তারিখ:১৬/০১/২০১৭ খ্রি: এর মর্তাবলী ১ হতে৯ পর্যন্ত সভায় আলোচনা করেন। অতপর তিনি এ বিষয়ে গুরুত্ব পূর্ণ মতামত প্রদানের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। সভাপতির সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সদস্যওসদস্যা বৃন্দ বিষয়টি নিয়ে বিস্থারিত আলোচনা করেন। পরিশেষে বিস্তারিত আলোচনা অন্তে সর্ব সম্মতি ক্রমে নিম্ন লিখিত প্রকল্পও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রকল্প শুরু
19/01/2017
শেষের তারিখ
22/02/2018
ওয়ার্ড
১.২.৩.৫.৬.৭.৮.৯
প্রকল্পের ধরণ
টিআর
বরাদ্দের পরিমাণ (টাকায়)
১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-১২,৮৮০/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
22/02/2017
label.Details.title

২নং আলোচ্য বিষয়টি আলোচনা কালে সভাপতি সাহেব জানান যে, ২০১৬-২০১৭ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি আর) ১ম পর্যায় সাধারণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থের প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি দাখিলের জন্য উপজেলা পরিষদ হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে অদ্য সভায় আলোচনা পূর্বক প্রকল্প নির্বাচন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা প্রয়োজন। তিনি আরো জানান যে, অত্র ইউনিয়নের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২,৫৯,০০৩/০৮/- টাকা যাহার ৫০% অর্থ সোলার প্যানেল ও বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করতে হবে এবং অবশিষ্ট অর্থ অন্যান্য প্রকল্পে ব্য করা যাবে এবং এ সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদ কার্যালয় ধুনট,বগুড়া এর স্মারক নং ৫১.০১.১০২৭.০০০.৪২.০০৫.১৬-১৫(১০) তারিখ:১৬/০১/২০১৭ খ্রি: এর মর্তাবলী ১ হতে৯ পর্যন্ত সভায় আলোচনা করেন। অতপর তিনি এ বিষয়ে গুরুত্ব পূর্ণ মতামত প্রদানের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। সভাপতির সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সদস্যওসদস্যা বৃন্দ বিষয়টি নিয়ে বিস্থারিত আলোচনা করেন। পরিশেষে বিস্তারিত আলোচনা অন্তে সর্ব সম্মতি ক্রমে নিম্ন লিখিত প্রকল্পও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কাজের বর্ননা

প্রকল্পের নাম সূমহ:

১। বিলচাপড়ী মাঠপাড়া ওয়াজিয়া নামায ঘরে সোলার প্যানেল স্থাপন

২। আলতাব নগর জামে মসজিদ সোলার প্যানেল স্থাপন

৩। মোঃ সেকেন্দার আলী পিতা-মোঃ রইচ উদ্দিন গ্রাম: বিলচাপড়ী(আলতাব নগর) এর বাড়ীতে সোলার প্যানেল স্থাপন

৪। রাঙ্গামাটি গফুরের বাড়ীর নিকট জামে মসজিদে সোলার প্যানেল স্থাপন

৫। মোছাঃ মায়েদা বেওয়া স্বামী-মৃত: জাবেদ আলী, গ্রাম: রাঙ্গামাটি এর বাড়ীতে সোলার প্যানেল স্থাপন

৬। মোঃ রাজু মিয়া পিতা-মোঃ বদিউজ্জামান, গ্রাম: শৈলমারী উত্তর পাড়া এর বাড়ীতে সোলার প্যানেল স্থাপন

৭। মোঃ রাঙ্গা পিতা- আব্দুস সামাদ, গ্রাম: শৈলমারী এর বাড়ীতে সোলার প্যানেল স্থাপন

৮। মোছাঃ আনিছা বেগম স্বামী-মোঃ আব্দুল জলিল, গ্রাম:এলাঙ্গী পশ্চিমপাড়া এর বাড়ীতে সোলার প্যানেল স্থাপন

৯। মোঃ আসমত পিতা-মোঃ শহিদ প্রামানিক,গ্রাম: এলাঙ্গী এর বাড়ীতে সোলার প্যানেল স্থাপন

১০। নলডাঙ্গা উত্তর পাড়া ফোরকানিয়া মাদ্রাসায় সোলার প্যানেল স্থাপন

১১। মোছাঃ মর্জিনা বেগম স্বামী-মোঃ জয়নাল আকন্দ, গ্রাম:ফকিরপাড়া এর বাড়ীতে সোলার প্যানেল স্থাপন

১২। তারাকান্দি মধ্যপাড়া আল আমিনের বাড়ীর নিকট জামে মসজিদে সোলার প্যানেল স্থাপন

অন্যান্য প্রকল্পের নাম:-

১। বিলচাপড়ী হাইস্কুলের পিছন হইতে আলাল ডাঃ এর বাড়ী পর্যন্ত রাস্তায় বালি ভরাট ও ইটের সলিং করণ।

২। এলাঙ্গী বাজারের কেন্দ্রীয় মসজিদ উন্নয়ন।