২নং আলোচ্য বিষয়টি আলোচনা কালে সভাপতি সাহেব জানান যে, ২০১৬-২০১৭ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রথম পর্যায়ের সাধারণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থের প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি দাখিলের জন্য উপজেলা পরিষদ হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে অদ্য সভায় আলোচনা পূর্বক প্রকল্প নির্বাচন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা প্রয়োজন। তিনি আরো জানান যে, অত্র ইউনিয়নের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩,০৪,০০০/৪১ টাকা যাহার ৫০% অর্থ সোলার প্যানেল ও বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করতে হবে এবং অবশিষ্ট অর্থ অন্যান্য প্রকল্পে ব্য করা যাবে এবং এ সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদ কার্যালয় ধুনট,বগুড়া এর স্মারক নং ৫১.০১.১০২৭.০০০.৪২.০০৫.১৬-১৬(১০) তারিখ:১৬/০১/২০১৭ খ্রি: এর মর্তাবলী ১ হতে৮ পর্যন্ত সভায় আলোচনা করেন। অতপর তিনি এ বিষয়ে গুরুত্ব পূর্ণ মতামত প্রদানের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। সভাপতির সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সদস্যওসদস্যা বৃন্দ বিষয়টি নিয়ে বিস্থারিত আলোচনা করেন। পরিশেষে বিস্তারিত আলোচনা অন্তে সর্ব সম্মতি ক্রমে নিম্ন লিখিত প্রকল্পও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
২নং আলোচ্য বিষয়টি আলোচনা কালে সভাপতি সাহেব জানান যে, ২০১৬-২০১৭ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রথম পর্যায়ের সাধারণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থের প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি দাখিলের জন্য উপজেলা পরিষদ হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে অদ্য সভায় আলোচনা পূর্বক প্রকল্প নির্বাচন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা প্রয়োজন। তিনি আরো জানান যে, অত্র ইউনিয়নের অনুকুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩,০৪,০০০/৪১ টাকা যাহার ৫০% অর্থ সোলার প্যানেল ও বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করতে হবে এবং অবশিষ্ট অর্থ অন্যান্য প্রকল্পে ব্য করা যাবে এবং এ সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদ কার্যালয় ধুনট,বগুড়া এর স্মারক নং ৫১.০১.১০২৭.০০০.৪২.০০৫.১৬-১৬(১০) তারিখ:১৬/০১/২০১৭ খ্রি: এর মর্তাবলী ১ হতে৮ পর্যন্ত সভায় আলোচনা করেন। অতপর তিনি এ বিষয়ে গুরুত্ব পূর্ণ মতামত প্রদানের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। সভাপতির সাহেবের বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সদস্যওসদস্যা বৃন্দ বিষয়টি নিয়ে বিস্থারিত আলোচনা করেন। পরিশেষে বিস্তারিত আলোচনা অন্তে সর্ব সম্মতি ক্রমে নিম্ন লিখিত প্রকল্পও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকল্পের নাম সূমহ:
১। মোঃ আইয়ুব আলী পিতা-ছবের মন্ডল, গ্রাম: দিদারপাড়া এর বাড়ী সোলার প্যানেল স্থাপন।
২। দিদারপাড়া ভিটা বঙ্গবন্ধু ক্লাবে সোলার প্যানেল স্থাপন।
৩। ছোটএলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপন।
৪। ফকিরপাড়া দানেজপাড়া জামে মসজিদে সোলার প্যানেল স্থাপন।
৫। এলাঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সোলার প্যানেল স্থাপন।
৬। এলাঙ্গী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সোলার প্যানেল স্থাপন।
৭। মোঃ শাহ আলম পিতা-মৃত: আবুল হোসেন, গ্রাম: রাঙ্গামাটি (কুমারখালী) এর বাড়ী সোলার প্যানেল স্থাপন।
৮। মোঃ আব্দুল মন্নান পিতা- আব্দুর রশিদ গ্রাম:শৈলমারী এর বাড়ী সোলার প্যানেল স্থাপন।
৯। মোঃ আব্দুল হামিদ পিতা-আব্দুল কুদ্দুস, গ্রাম নলডাঙ্গাএর বাড়ী সোলার প্যানেল স্থাপন।
অন্যান্য প্রকল্পের নাম:-
১০।ফকিরপাড়া ঈদগাহ মাঠ হইতে হারেজের বাড়ী লিং কুদ্দুসের বাড়ী হইতে হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস